ইসলামিক স্ট্যাটাস

রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা এবংমোনাজাত।

আসসালামু আলাইকুম infobangla57.com আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলের সুস্থ আছেন ভালো আছেন।আজকের আলোচ্য বিষয়ে আল্লাহর কাছে সুস্থতার জন্য প্রার্থনা অথবা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা সম্পর্কিত বিস্তারিত খুঁটিনাটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যারা রোগে ভুগছেন এবং বিভিন্ন ভ্রান্তির শিকার হচ্ছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক মহান আল্লাহ তা’আলা মানুষকে যেভাবে অসুখ রোগ ইত্যাদি দান করে থাকেন সুতরাং সেভাবে মানুষকে ক্ষমাও করেন এবং সুস্থতা দান করেন সবকিছু মহান আল্লাহ তাআলার কৃপা এবং কুদরত তাই রোগ এবং অসুখ থেকে বাঁচার জন্য আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এবং প্রার্থনা শিখিয়ে দিয়ে গেছেন আমরা সেগুলো অনুসরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রোগ থেকে মুক্তি পেতে পারি নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে দোয়া এবং প্রার্থনা শিখিয়েছেন তা নিচে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।সম্পন্ন প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানিয়ে শুরু করছি।

রোগ থেকে মুক্তির দোয়াঃ

সম্মানিত পাঠক বন্ধু গান রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া নিচে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে মহান আল্লাহতালা মানুষের রোগ দিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা করে এবং মন বোঝে তাই আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা চাওয়া এবং নামাজ নিয়মিত আদায় করা এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা যাতে আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করে এবং সুস্থতা রাখে হালাল পথে চলার তৌফিক দান করে সবকিছু মহান আল্লাহতালার মেহেরবানী তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম রোড থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে দোয়া গুলি শিখিয়ে গেছেন সেগুলো অনুসরণ করতে হবে অবশ্যই তাই নিচে সুন্দরভাবে দোয়া সমূহ উপস্থাপন করা হয়েছে।

বিশ্বনবী আমাদের উদ্দেশে একটি কথা বলে গেছেন, তিনি বলেন  সময় থাকতে তোমরা ৫ টি জিনিসের মূল্য দিয়ো, যেমনঃ ১। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে ২। রোগ আক্রমণের পূর্বে সুস্থতাকে ৩। কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে ৪। মৃত্যু আসার পূর্বে জীবনকে এবং ৫। দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। -আল মুসতাদরাক হাকিম : ৭৯১৬

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।

আনাস বিন মালিক (রা.) বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। যে দোয়াটি পরে তা  হলো-

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বা’সি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা।

অর্থ : হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে। (বুখারি, হাদিস : ৫৭৪২)

হাদিসে রাসুলুল্লাহ (স.) অসুস্থ ব্যক্তির জন্য একাধিক দোয়া পড়তে বলেছেন। তার মধ্যে একটি দোয়া হলো :

— أَسْأَلُ اللهَ العَظيمَ رَبَّ العَرْشِ العَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: ‘আসআলুল্লাহাল আজীম, রাব্বাল আরশিল আজীম, আঁই য়্যাশফিয়াক।

অর্থ: ‘সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট আমি তোমার আরোগ্য প্রার্থনা করছি।

সম্মানিত বন্ধুগণ মহান আল্লাহতালা নিশ্চয়ই সুস্থতা দানকারী নিশ্চয় আল্লাহ ক্ষমা শীল আল্লাহর রহমতের মালিক তাই নিশ্চয়ই মহান আল্লাহতালা সমগ্র জীব ও প্রাণী জগতের মালিক তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং রোগ থেকে মুক্তির জন্য প্রার্থনা করা  আল্লাহতালা মানুষের সকল গুনাহ ক্ষমা করে যদি ক্ষমা চাওয়া হয় তবে তাই আমাদের প্রত্যেকটি মুসলিমের উচিত আল্লাহর কাছে মাথা নত করা এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং নিয়মিত সিয়াম পালন করা এবং যাকাত দেওয়া।

পরিশেষেঃ

বন্ধুগণ উপরোক্ত উপর প্রতিবেদনটিতে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা সম্পর্কিত দোয়া এবং প্রার্থনা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দরভাবে আমাদের কিছু দোয়া শিখিয়ে গেছেন সেই দোয়াগুলো উপরে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনি যদি সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে দোয়া গুলো অবশ্যই পড়তেন এবং বুঝতে পেরেছেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক এই বলে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *