ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেন করার নিয়ম বা পদ্ধতি।

প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভাল আছেন সম্প্রতি বাংলাদেশের অধিকাংশ ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেন করা যায় বেসরকারি ব্যাংক। অর্থাৎ ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, এগ্রিকালচার এন্ড কমার্স, ব্যাংক থেকে কোন অ্যাকাউন্ট থেকে থাকে। তাহলে আপনি ঘরে বসে অনায়াসে ব্যাঙগুলো থেকে বিকাশে টাকা নিতে পারবেন। ব্যাংক থেকে ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেনের বিষয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে। তাই আমি একটি প্রতিবেদন তৈরি করেছি এই প্রতিবেদনে কিভাবে ঝামেলা ছাড়াই বিকাশ থেকে ব্যাংক থেকে বিকাশে টাকা সহজেই লেনদেন করতে পারবেন অর্থাৎ সহজ ভাষায় মানি ট্রান্সফার করতে পারবেন এবং টাকা লেনদেনের নিয়মগুলো ভালোভাবে জানার জন্যএই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আকুল আবেদন করা হলো। তাই ব্যাংক থেকে বিকাশে টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ করতে লাইন স্ক্রিন করে পুরোটা পড়ুন।
ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেন করতে হলে সর্বপ্রথম আপনাকে ব্যাংক একাউন্টে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে নিচে বেনিফিশিয়ারি সম্পর্কে বা এড করার সমস্ত প্রসেস দেওয়া হয়েছে নিচে লক্ষ্য করুন।
ব্যাংক একাউন্টে বেনিফিশিয়ারি এড করবেন যেভাবে-
- নিজ ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগইন করুন।
- Manage Beneficiary অপশনে প্রবেশ করুন।
- নির্দেশিত ধাপ গুলো অনুসারণ করুন।
- বেনিফিশিয়ারি হিসাবে আপনার বিকাশ একাউন্ট এড করুন।
সুতরাং এবার যেহেতু আপনি বেনেফিশিয়াল করে ফেলেছেন সেহেতু আপনার প্রথম ধাপের কাজ শেষ এখন আপনাকে দ্বিতীয় ধাব অর্থাৎ ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম জানতে হবে এবং ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য নিচে প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম (bank to bkash money transfer)
- ইন্টারনেট ব্যাংকিং এর মোবাইল অ্যাপ ব্যবহার করে Fund Transfer অপশনে যান।
- ফান্ড এর একাউন্ট নম্বার সিলেক্ট করুন।
- ট্রান্সফার অপশন থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন।
- Beneficiary লিস্ট থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন।
- টাকার পরিমান এবং রেফারেন্স ইনপুট করুন।এবার ব্যাংকিং অ্যাপের নির্দেশিত ধাপগুলো অনুসারণ করে টাকা ট্রান্সফার সম্পর্ন করুন।
বিশেষ দ্রষ্টব্য মনে রাখতে হবে যে ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেনের সমস্ত প্রক্রিয়া অনলাইনের তাই লগইন করা থেকে টাকা ট্রান্সফার করা পর্যন্ত ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
সুতরাং আপনি হয়তো ভাবছেন যে ব্যাংক থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে কোন অ্যাপস দিয়ে কোন ব্যাংকে লেনদেন করা যাবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এই প্রতিবেদনটি মধ্যেই সমস্ত ব্যাংকের নাম অ্যাপস এবং ডাউনলোড লিংক সহ দেওয়া হয়েছে। তা সহজে ডাউনলোড করে লগইন করে ব্যাংক থেকে অতি সহজে টাকা লেনদেন করতে পারবেন খুব সহজেই।
ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেনের অনুমোদিত ব্যাংক সমূহ এবং অ্যাপের লিঙ্ক?
-
- ব্র্যাক ব্যাংক > ব্র্যাক ব্যাংক অ্যাপস লিংক
- সিটি ব্যাংক > সিটি ব্যাংক অ্যাপস লিংক
- ঢাকা ব্যাংক > ঢাকা ব্যাংক অ্যাপস লিংক
- ইস্টার্ন ব্যাংক > ইস্টার্ন ব্যাংক অ্যাপস লিংক
- যমুনা ব্যাংক > যমুনা ব্যাংক অ্যাপস লিংক
- ব্যাংক এশিয়া > এশিয়া ব্যাংক অ্যাপস লিংক
- মিডল্যান্ড ব্যাংক > মিডল্যান্ড ব্যাংক অ্যাপস লিংক
- এনআরবি কমার্শিয়াল ব্যাংক > এনআরবি কমার্শিয়াল ব্যাংক অ্যাপস লিংক
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক > মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অ্যাপস লিংক
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক > স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাপস লিংক
- সাইথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক > সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক অ্যাপস লিংক।
বোনাস টিপস
নির্দিষ্ট বিকাশ নম্বর পিন এবং ওটিপি কারো সাথে শেয়ার করবেন না.
বিকাশের লিমিট জেনে লেনদেন করুন- লিমিট দেখতে এখানে ক্লিক করুন
দুর্বল নেটওয়ার্ক এর কারনে ট্রানজেকশন বিলম্ব হতে পারে তবে নো টেনশন কারণ ব্যাংক একাউন্ট এবং বিকাশ নম্বর উভয় যেহেতু আপনার.তাই টাকা ভূলক্রমে কোথাও যাওয়ার কোন প্রকার সন্দেহমূলক চিন্তাভাবনা নাই। প্রিয় পরিদর্শনকারী বন্ধুরা উপরের প্রতিবেদনটির মাধ্যমে আপনারা ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেনের সমস্ত প্রসেস আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ।