আবেদনপত্র

দরখাস্ত/আবেদনপত্র লেখার নিয়ম বা পদ্ধতি।

আসসালামু আলাইকুম infobangla57.com আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলের সুস্থ আছেন ভালো আছেন।দরখাস্ত লেখার নিয়ম বা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই প্রতিবেদনটিতে যারা বিভিন্ন প্রকার দরখাস্ত যেমন চাকরির দরখাস্ত অসুস্থতার জন্য ছুটি দর কাছে জরিমানা মওকুফের জন্য আবেদন উপবৃত্তির জন্য আবেদন পত্র ছাড়পত্রের জন্য আবেদন পত্রিকায় চাকরির জন্য এবং জেলা প্রশাসন থেকে সাহায্যের জন্য ইত্যাদি নানান সরকারের আবেদন পত্র আমাদের লিখতে হয় সমস্যার কারণে আবেদন লিখতে হয় যারা এই আবেদন লিখতে পারেন না বা লিখতে গিয়ে ভুল হয় বারবার তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে সুন্দরভাবে আবেদন লেখার পদ্ধতি বা নিয়ম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।

দরখাস্ত লেখার নিয়মকানুন ২০২৫ঃ

প্রিয় বন্ধুগণ দরখাস্ত লেখার নিয়ম কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচে বিষয় ভেদে আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন হলেও মোটামুটি কিছু বিষয় একই রকম থাকে। এই অনুযায়ী মূলত একটি আবেদনপত্র বা বাংলা দরখাস্ত লিখতে হয়। তা হলোঃ

  1. সবার উপরে প্রাপকের (যার কাছে আবেদন করবেন তার) নাম, পদবী ও ঠিকানা লিখতে হবে।
  2. তারপর আবেদন পত্রের বিষয় লিখতে হবে।
  3. তারপর সম্ভাষণ তথা জনাব/ জনাবা ইত্যাদি লিখতে হবে।
  4. তারপর আবেদনের বিষয়ে সংক্ষিপ্ত আকারে ও গুছিয়ে গঠনমূলকভাবে বর্ণনা করতে হবে ।
  5. তারপর বিনীত/ইতি লিখে নিচে আপনাকে আবেদনকারীর নাম ও ঠিকানা দিতে হবে।
  6. সর্বশেষ আপনাকে আবেদনের সঠিক তারিখ(যে তারিখে আবেদন পত্রটি জমা দিবেন ওই তারিখ দেওয়ার চেষ্টা করবেন) দিবেন । কেউ কেউ সবার উপরেও তারিখ দিয়ে থাকে।

যে যে কারণে দরখাস্ত লিখতে হয়ঃ

পাঠক বন্ধুগণ যে যে কারণে দরখাস্ত লিখতে হয় অপির আদালত স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি আমাদের বিভিন্ন কারণবশত দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হয় নিচে এর কারণগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

  • চাকরির দরখাস্ত
  • অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত
  • জরিমানা মওকুফের জন্য আবেদন
  • উপবৃত্তির জন্য আবেদন পত্র
  • ছাড়পত্রের জন্য আবেদন
  • পত্রিকায় চাকরির জন্য
  • জেলা প্রশাসকের থেকে সাহায্যের জন্য ইত্যাদি

দরখাস্তের নমুনাঃ

প্রিয় বন্ধুগণ দরখাস্তের নমুনা সম্পর্কিত সম্পূর্ণ বিষয়টি নিচে সুন্দর ও সুশৃংখল ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।দরখাস্ত লেখার নিয়মকানুন তো জেনে নিলেন। কিন্তু কিছু উদাহরণ না দিলে আসলে বুঝাটা অসম্পূর্ণ থেকে যায়। তাই উদাহরণস্বরূপ দরখাস্তের কিছু নমুনা তুলে ধরা হলো।

ছুটির দরখাস্ত লেখার নিয়মঃ

প্রিয় পাঠক বন্ধুগণ ছুটির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ছুটির দরখাস্ত বিভিন্ন কারণে আমরা লিখে থাকি তার নিচে কারণসহ উল্লেখ করা হয়েছে।অসুস্থতার জন্য, বিয়েতে বা বিভিন্ন দাওয়াতে, মায়ের অসুস্থতা ইত্যাদি কারণে অফিসে ছুটির দরখাস্ত লিখতে হয়।

ছাত্র ছাত্রীরাও এসব কারণে বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে থেকে ছুটি নিতে হয়। তাই দুই রকমরই দরখাস্ত দেওয়া হলো।

ছুটির আবেদন পত্র নমুনাঃ

বন্ধুগণ ছুটির আবেদনপত্র নমুনা নিচে উদাহরণসহ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।বিভিন্ন কারণে আমাদের ছুটির আবেদন পত্রের নমুনা নিছে দেওয়া হলো। আপনি আপনার মতো করে নিজের জন্য লিখে নিবেন।

১. অসুস্থতার জন্য ছুটির দরখাস্তঃ

তারিখঃ ১০/০৩/২৪ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়
জয়াগ, সোনাইমুড়ী, নোয়াখালী

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/২৩ ইং থেকে ০৯/০৩/২৪ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক
নামঃ ক
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ০২

অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

এখানে একসাথে সব কিছু লিখা সম্ভব নয়। তাই আমারা ব্যাংক কর্মকর্তাদের দরখাস্ত লেখার নিয়মটি দেখাচ্ছি। তবে, সবগুলোর নিয়ম একই।

বিভিন্ন অফিসে বিভিন্ন উপায়ে ছুটির দরখাস্ত লিখতে হয়। কারো জন্য ব্যবস্থাপনা পরিচালকের বরাবর দরখাস্ত লিখতে। আবার কারো ব্যবস্থাপকের নিকট লিখতে হয়।

২. ব্যাংকে ছুটি চেয়ে আবেদনঃ

তারিখঃ ১০/০৩/২৪ ইং
বরাবর,
ব্যবস্থাপক
ব্যাংক এশিয়া লিমিটেড, সোনাইমুড়ী শাখা
সোনাইমুড়ী, নোয়াখালী।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ ব্যাংক এশিয়া লিমিটেডের সোনাইমুড়ী শাখার একজন সিনিয়র অফিসার। আমি গত ০৭/০৩/২৪ ইং থেকে ০৯/১০/২৩ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক
নামঃ ক
সিনিয়র অফিসার
ব্যাংক এশিয়া লিমিটেড
সোনাইমুড়ী শাখা

৩. পারিবারিক সমস্যার কারণে অফিসে ছুটির আবেদনঃ

তারিখঃ ০১/০২/২৪ইং
বরাবর,
………….., (যার অধিনস্থ আছেন, তার পদবি)
…………….. (প্রথিষ্ঠানের নাম)
…………… (ঠিকানা)

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ একজন ……………….. (আপনার পদবি)। আমি গত ২৬/১০/২৩ ইং থেকে ৩০/১০/২৩ ইং পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক
……….. (আপনার নাম)
………… (আপনার পদবি)
…………… (প্রতিষ্ঠানের নাম)

৪. জ্বর থাকার কারনে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্তঃ

কলেজে বা স্কুলে পরীক্ষা না দেওয়ার জন্য দরখাস্ত দেওয়ার নিয়ম নিচে হলো। এখানে পরীক্ষা পুনরায় দেওয়ার জন্য প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লিখে বুঝানো হলো। কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ বরাবর আবেদন পত্রটি লিখতে হবে। নিয়মটি এরকম……..

তারিখঃ ২৬/১২/২০২৩ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
নোয়াখালী জেলা স্কুল
নোয়াখালী সদর, নোয়াখালী
বিষয়ঃ জ্বর থাকার কারনে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত

জনাব,
সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি এই বিদ্যালয়ে ৪ বছর অধ্যয়ন করছি। এ পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছি। কিন্তু দুঃক্ষজনকভাবে এবার আমার প্রচন্ড জ্বর থাকায় ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ২ টি বিষয়ে আমি অংশগ্রহণ করতে পারিনি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই দুই দিন আমি হাসপাতালে ছিলাম। বিষয় দুটি হচ্ছে পদার্থ বিজ্ঞান ও উচ্চতর গণিত।

অতএব, আপনার নিকট আকুল আবেদন, আমার শারিরীক অবস্থা ও বিগত পরীক্ষার ফলাফল বিবেচনায় আমাকে উক্ত দুই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দানে বাধিত করবেন

বিনীত নিবেদিকা
সালমা বিনতে আক্তার
শ্রেণিঃ ৯ম
শাখাঃ খ
রোলঃ ৩

৫. জরিমানা মওকুফের জন্য আবেদনঃ

তারিখঃ ১০/১০/২৩ ইং
বরাবর,
অধ্যক্ষ
চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ
চাটখিল, নোয়াখালী

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের একাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি কলেজের বেতন ও অন্যান্য সকল খরচ যথাসময়ে পরিশোধ করে আসছি। কিন্তু, আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অর্থাৎ আমার বাবা গত ২ মাস আগে অসুস্থ হয়ে পড়েন। তাই আর্থিক সমস্যা থাকার কারণে আমি সময়মতো নির্ধারিত সকল ফী ও বেতন পরিশোধ করতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া বেতন প্রদানের অনুমতি দিতে আপনার বিশেষ মর্জি কামনা করি।

বিনীত নিবেদক
নামঃ ক
শ্রেণিঃ একাদশ
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ১০৯২

৬. ছাড়পত্রের জন্য আবেদনঃ

তারিখঃ ১০/১০/২৩ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
নোয়াখালী জেলা স্কুল
মাইজদী, নোয়াখালী

বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি তার কর্মস্থল মাইজদী, নোয়াখালী থেকে মিরপুর, ঢাকায় বদলি হয়েছেন। আমি ও আমার পরিবার এ মাসেই স্থায়ীভাবে সেখানে চলে যাবো।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে প্রয়োজনীয় ফী ও বকেয়া পরিশোধ পুর্বক ছাড়পত্র প্রদানে আপনার মর্জি কামনা করি।

বিনীত নিবেদক
নামঃক
শ্রেণিঃ ৯ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ১২

৭. উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়মঃ

তারিখঃ ১০/১০/২১ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়
মাইজদী, নোয়াখালী

বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন গরিব কৃষক। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েকমাস যাবৎ তিনি শারিরীকভাবে অসুস্থ। এমতাবস্থায় আমার বাবার পক্ষে পরিবারের খরচ বহনের পর আমাদের ৪ ভাই-বোনের পড়ালেখার খরচ বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দান করে চির কৃতজ্ঞ করবেন।

বিনীত নিবেদক
নামঃ ক
শ্রেণিঃ ৮ম
রোলঃ ০৩

উপবৃত্তির আবেদনটির এক কপি ছবি নিচে দেওয়া হলো। দরকার হলে ডাউনলোড করে গ্যালারিতে রেখে দিতে পারেন।

উপবৃত্তির জন্য দরখাস্ত ও আবেদন

চাকরির দরখাস্ত লেখার নিয়মঃ

প্রিয় পাঠক বন্ধুগণ চাকরির দরখাস্ত লেখার নিয়ম একটু আলাদা অর্থাৎ আমরা যেটাকে সিভি বলে থাকি ইংলিশে বাংলায় বলা হয় কারিকুলাম ভিটা এ সম্পর্কে নীচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।চাকরির দরখাস্ত লেখার আলাদা কিছু নিয়ম আছে। আসলে আলাদা বললে ভুল হবে। কিছুটা বাড়তি নিয়ম আছে। আমরা একে একে সেগুলো জানার চেষ্টা করবো।

বাংলা চাকরির আবেদন পত্রে সংযুক্তি আবশ্যক। সাথে শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হয়। নিচে একটি চাকরির আবেদন পত্রের নমুনা দেওয়া হলো।

চাকরির আবেদন পত্রের নমুনাঃ

৮. সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়মঃ

তারিখঃ ১০/১০/২০২৩ ইং
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
আমকি মহিলা আলিম মাদরাসা
আমকি, সোনাইমুড়ী, নোয়াখালী
বিষয়ঃ “সহকারী শিক্ষক” পদে নিয়োগের জন্য আবেদন

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, গত ১লা অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার বিদ্যালয়ে ২ জন “সহকারী শিক্ষক” নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদে একজন প্রার্থী হিসেবে মহোদয়ের নিকট আমার যাবতীয় তথ্যাদি তুলে ধরলাম।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, উল্লেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

নামঃ ক
পিতাঃ ক
মাতাঃক
জন্ম তারিখ : ০২/০৫/১৯৯৫ খ্রিঃ
জাতীয়তা : বাংলাদেশী
মোবাইলঃ ০১৯১৫৪০০০০০
ইমেইলঃ sharmeen@gmail.com

বর্তমান ঠিকানাঃ
গ্রামঃ জয়াগ
উপজেলাঃ সোনাইমুড়ী
জেলাঃ নোয়াখালী

বর্তমান ঠিকানাঃ

শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার
নাম
বোর্ডের
নাম
পাশের
সন
জিপিএ
জেসএসসি কুমিল্লা ২০১০ ৫.০০
এসএসসি কুমিল্লা ২০১৩ ৪.৭৫
এইচএসসি ঢাকা ২০১৫ ৪.৯২

অভিজ্ঞতাঃ

আমি ২ বছর আলোর দিশারি কোচিং সেন্টার, মাইজদী তে গণিত ও বিজ্ঞান বিষয়ে কোচিং করিয়েছি। তাছাড়া ৬ মাস যাবৎ “শাকতলা আল আমিন জুনিয়র” স্কুলে কর্মরত আছি।

নিবেদিক

সংযুক্তিঃ

  • ছবি ২ কপি।
  • একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
  • চারিত্রিক সনদপত্র।
  • নাগরিকত্ব সনদপত্র।
  • ৫০০ টাকার পোস্টাল অর্ডার।

চাকুরীর আবেদন পত্র pdf

আপনি চাকরির জন্য স্বহস্তে লিখিত আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে চাকুরীর আবেদন পত্র pdf ফাইলে ডাউনলোডও করতে পারেন। সেজন্য নিছে থেকে pdf file টি ডাউনলোড করুন।

অফিসে অগ্রিম ছুটির জন্য আবেদনঃ

বিভিন্ন সময় আমাদের অফিসে অগ্রিম ছুটির জন্য আবেদন করতে হয়। এটি খুবই সহজ নিয়ম। মোটামুটি অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য অফিসে অগ্রিম ছুটির জন্য আবেদন করার নিয়মটি দিয়ে দিচ্ছি।

এখানে শুধু নমুনা কপি দেওয়া হলো। আপনি আপনার প্রয়োজন মতো এটিকে সাজিয়ে নিবেন। ছুটির কারণটি আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিবেন।

৯. অফিসে অগ্রিম ছুটির দরখাস্তের নমুনাঃ

তারিখঃ ২০/০১/২০২৩ ইং
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
ফারিষ্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স, সোনাইমুড়ী ব্র‍্যাঞ্জ
সোনাইমুড়ী, নোয়াখালী

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার কোম্পানির সোনাইমুড়ী শাখার একজন অফিস কর্মকর্তা। আগামী ২৩/০১/২৩ ইং তারিখে আমার ছোট বোনের বিয়ে। বিয়ের সকল আয়োজনের দায়িত্ব আমাকেই পালন করতে হবে। তাই ২২-২৪ ই জানুয়ারি ২০২৩ ইং পর্যন্ত আমি অফিসে উপস্থিত থাকতে পারবোনা।

অতএব, আপনার নিকট আকুল আবেদন, উল্লেখিত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক

অফিস কর্মকর্তা

১০. চাকরি ছাড়ার দরখাস্তঃ

বন্ধুরা বিভিন্ন সময় আমাদের চাকরি ছেড়ে দিতে হয়। অনেক সময় নতুন কোন ভালো চাকরি পেলেও পুরাতন চাকরি ছেড়ে দেওয়ার জন্য দরখাস্ত দিতে হয়। তাই সে কারণে চাকরি ছাড়ার দরখাস্ত এর একটি নমুনা তুলে ধরা হলো।

তারিখঃ __/__/____ইং
বরাবর,
__________ (যার বরাবর লিখবেন তার পদের নাম লিখুন)
সোনাইমুড়ী, নোয়াখালী
বিষয়ঃ চাকরি ছাড়ার দরখাস্ত

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ হাবিবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, সোনাইমুড়ী, নোয়াখালী। আমি গত __/__/___ ইং তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে __/__/____ ইং তারিখ হতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক __/__/____ইং তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক

মার্কেটিং ম্যানেজার
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
সোনাইমুড়ী, নোয়াখালী
০১। …………………………………
০২। ………………………………..
০৩। ………………………………..

ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়মঃ

 

পরিশেষেঃ

সম্মানিত পাঠক বন্ধুগণ আশা করি গুরুত্বপূর্ণ টি সম্পূর্ণ পড়ার পর আপনি আপনার সমস্যার সমাধান করতে পেরেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন আবেদন পত্র লিখতে গিয়ে আর আপনার সমস্যা কখনোই না হওয়ারই কথা যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *