সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন, কবিতা, উক্তি, স্ট্যাটাস-সবুজ প্রকৃতি নিয়ে কবিতা।

সম্মানিত পাঠক বন্ধুরা, ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভাল আছেন সুস্থ আছেন আজকে এই প্রতিবেদনের আলোচ্য বিষয় সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন কবিতা উক্তি স্ট্যাটাস সবুজ প্রকৃতিকে ঘিরে বিভিন্ন প্রকার কোভিদ উক্তিগুলো কবিতাগুলো প্রবন্ধগুলো গল্পগুলো নিচে লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা খুব সহজেই অনেক কিছু জানতে পারবেন প্রকৃতি সম্পর্কে তাই কোন প্রকার না করে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশনঃ
পৃথিবীর সকল মানুষ শস্য শ্যামল সবুজ প্রকৃতিকে ভালবাসে এবং সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় তাই সবুজ প্রকৃতির রয়েছে। যা আমাদের চোখে ভাসে দেখলে প্রাণ জুড়ায় এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ বিভিন্ন প্রকার কবিতা ছন্দ প্রবন্ধ গল্প ইত্যাদি লিখেছেন। এবং প্রাকৃতিক ঘিরেই তারা এসব রচনা করেছেন তারা মূলত প্রাকৃতিক ঘুরছেন উপভোগ করছেন দেখছেন। এবং সেই আঙ্গিকে উক্তিগুলো লিখেছেন গুলো আমরা নিচে তুলে ধরেছি এছাড়া বিভিন্ন কবিদের গ্রন্থ ক্যাপশন গুলোর নিচে তুলে ধরা হয়েছেপৃথিবীর সকল মানুষ শস্য শ্যামল সবুজ প্রকৃতিকে ভালবাসে। এবং সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় তাই সবুজ প্রকৃতির রয়েছে যা আমাদের চোখে ভাসে দেখলে প্রাণ জুড়ায়। এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ বিভিন্ন প্রকার কবিতা ছন্দ প্রবন্ধ গল্প ইত্যাদি লিখেছেন। এবং প্রাকৃতিক ঘিরেই তারা এসব রচনা করেছেন তারা মূলত প্রাকৃতিক ঘুরছেন উপভোগ করছেন দেখছেন এবং সেই আঙ্গিকে উক্তিগুলো লিখেছেন। গুলো আমরা নিচে তুলে ধরেছি এছাড়া বিভিন্ন কবিদের গ্রন্থ ক্যাপশন গুলোর নিচে তুলে ধরা হয়েছেপৃথিবীর সকল মানুষ শস্য শ্যামল সবুজ প্রকৃতিকে ভালবাসে। এবং সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় তাই সবুজ প্রকৃতির রয়েছে যা আমাদের চোখে ভাসে দেখলে প্রাণ জুড়ায়। এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ বিভিন্ন প্রকার কবিতা ছন্দ প্রবন্ধ গল্প ইত্যাদি লিখেছেন এবং প্রাকৃতিক ঘিরেই তারা এসব রচনা করেছেন। তারা মূলত প্রাকৃতিক ঘুরছেন উপভোগ করছেন দেখছেন এবং সেই আঙ্গিকে উক্তিগুলো লিখেছেন গুলো আমরা নিচে তুলে ধরেছি এছাড়া বিভিন্ন কবিদের গ্রন্থ ক্যাপশন গুলোর নিচে তুলে ধরা হয়েছে।
- শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনে স্বাধীনতা, সুখ ও প্রকৃতিকে উপভোগ করাও প্রয়োজন।
- পৃথিবীর সৌন্দর্যের দিকে তাকানো, মনকে শুদ্ধ করার প্রথম ধাপ।
- প্রতিটি ফুল যেন প্রকৃতির এক আত্মাস্বরূপ ।
- বুদ্ধিমত্তা তাকেই বলে যখন মানুষ পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।
- প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প।
- প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয়।
- প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায় ।
- প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি।
- মানুষের যা কিছু অর্জিত সম্পদ তা সবই প্রকৃতির দান ।
সবুজ প্রকৃতি নিয়ে উক্তিঃ
আপনি যদি নিজে কে ভালবাসতে চান তাহলে সবার আগে আপনাকে প্রকৃতিকে ভালবাসতে হবেই যারা প্রকৃতিকে ভালবাসতে পারে না। তারা কখনো মানুষের প্রেমে পড়ে না এবং ভালোবাসা শব্দটিও জানে না এবং নিজেদের ভালবাসতে কখনোই জানে না। যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্যকে কিভাবে ভালবাসবে প্রকৃতির কিছু দৃশ্য রয়েছে। যা আমাদের মাঝে ভাবার মত তাই আজকেই কিছু উক্তি দেওয়া হয়েছে এই প্রতিবেদনে জার্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন বা অনেকে শেয়ার করতে খুবই পছন্দ করেন।
- মানুষ তর্ক করে আর প্রকৃতি কাজ করে ।
— ভোল্টায়ার।
- প্রকৃতির একটা সূর আছে, অনেকেই তা শুনতে পায় ।
— উইলিয়াম শেক্সপিয়ার।
- পৃথিবীর কবিতা কখনও শেষ হয় না ।
— জন কিটস।
- প্রকৃতির সব কিছুতেই দুর্দান্ত কিছু রয়েছে ।
— অ্যারিস্টটল।
- রঙগুলো হলো প্রকৃতির হাসি যা তাকে রাঙিয়ে তোলে।
— লেইঘ হান্ট।
- প্রকৃতিতে হাটার প্রত্যেকটা পদেই আপনি পাবেন নতুন কিছু।
— জন মুইর।
- কৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা এটি শুনতে চায়।
— জর্জ সান্টায়ানা।
- প্রকৃতি কিছুই বিনা প্রয়োজনে কিছু করে না।
— এরিস্টটল।
সবুজ প্রকৃতি নিয়ে স্ট্যাটাসঃ
বাংলার সবুজ শ্যামল প্রকৃতি সবার মনে দোলা দেয় তাই সবুজ প্রকৃতি নিয়ে যারা কবিতা ও গ্রন্থ পাওয়ার জন্য অনুসন্ধান করেন বিভিন্ন সাইটে গিয়ে খোঁজেন। সবুজ প্রকৃতি নিয়ে স্ট্যাটাস গুলো খুঁজেন এবং অনেকে আছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে পোস্ট দিতে পছন্দ করেন। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই কোন প্রকার স্টিভ বা এড়িয়ে না যে মনোযোগ সহকারে সম্পন্ন পরুন।
- প্রকৃতিতে হারিয়ে যাও এবং তুমি তোমাকে খুজে পাবে।
— সংগৃহীত।
- কৃতিতে ফুটন্ত প্রত্যেকটি ফুলই হলো একটি আত্মা।
— জিরার্ড ডি নার্ভাল।
- প্রকৃতির পশু এবং পাখিরাই কেবল মানবিক মানুষ নয়।
— হুমায়ুন আজা।
আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিবো ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো ভোরের কাক হয়ে
হয়তো ভোরের কাক হয়ে,
এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব
আসিবো এ কাঁঠাল ছায়ায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো বা হাঁস হবো,
হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা
জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি ফিরে,
আবার আসিব আমি ফিরে
বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে।
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই
এ সবুজ করুণ ডাঙ্গায়।
আবার আসিব ফিরে,
ধানসিড়িটির তীরে এই বাংলায়।
হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো দেখিবে,
হয়তো শুনিবে
এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে,
হয়তো শুনিবে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক
উঠানের ঘাসে, ঘাসে,
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক
সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে,
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে।
আমারেই পাবে ইহাদের ভীড়ে
এ সবুজ করুণ ডাঙায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
সবুজ প্রকৃতি নিয়ে কবিতাঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশ সহ বিভিন্ন ধরনের কবিগন প্রাকৃতিক কে ভালোবেসে প্রকৃতির বিভিন্ন রূপ ব বৈচিত্র্য প্রকৃতি এর উপর অনেক কবিতা লিখেছেন এবং অনেক ধরনের গ্রন্থ লিখেছেন তাই প্রকৃতি নিয়ে কয়েকটি কবিতা উপস্থাপন করলাম যে কবিতা গুলো আপনারা সুন্দরভাবে সংগ্রহ করে আবৃত্তি করতে পারেন যারা মঞ্চে কবিতা আবিষ্কার করার জন্য সবুজ প্রকৃতি নিয়ে কিছু কবিতা অনুসন্ধান করে এবং অনেকে আছেন এই প্রতিবেদনটির মাধ্যমে আপনারা এই কবিতাগুলো পড়তে পারবেন।
- গোধূলির রঙে আঁকা কবিতার ছন্দ ,
ভোরবেলা ঝরে পড়া বকুলের গন্ধ,
চামেলি, যুথী ,চাঁপা ,রজনীগন্ধা
কামিনী ফুলের ডাকে সাড়া দেয় সন্ধ্যা।
বনহরিণীর চোখে অপরূপ দৃষ্টি
বিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি ।
পাহাড়ের কোলে শোনো ঝরনার কলতান,
কত যে অচিন পাখি ভিন্ সুরে গায় গান ,
জোনাকি কখনও ডাকে লাল পলাশের ফাঁকে,
সারাদিন শ্রাবণের রিমঝিম বৃষ্টি।
বিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি।
আকাশকে এত নীল কে গো বলো দিয়েছে?
কেমনে গো রামধনু সাত রং পেয়েছে,
রাখালের মেঠো বাঁশি শিশুর মুখের হাসি,
কোকিলের কুহুতান লাগে ভারী মিষ্টি।
বিজ্ঞান নয় এতো বিধাতার সৃষ্টি - ঐ দূর দিগন্ত পারে
যেথা আকাশ মাটিতে কানাকানি
তোমার আমার শুধু,
তেমনি করেই জানাজানি
আকাশ অনেক রঙের রাঙানো
মাটিতে ফুলের মেলা সাজানো
তাই তো এমন করে
রূপে আর রসে আজ ভরে আছে
ভরে আছে ভূবন খানি।
আমাদের এই প্রতিবেদনটি পড়ে যদি সামান্যতম উপকৃত হন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেকে আবার কমেন্ট কোথায় করবে তা নিয়ে জানে না আমার এই প্রতিবেদনটির একবারে নিচের দিকে গেলে দেখতে পারবেন পোস্ট কমেন্ট নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করেই আপনি কমেন্ট করতে পারেন এবং আপনার কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। যদি এরকম পোস্ট ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন এবং শেয়ার করলে সকলেই পড়ার সুযোগ সুবিধা পাবে এবং আমাদের ভালো লাগলে আপনাদের আগ্রহ দেখে আমরা নতুন করে স্ট্যাটাস দিতে পারব এবং উৎসাহ জাগবে। ধন্যবাদ।