মোবাইলে বিরক্তিকর এসএমএস বন্ধ করবেন যে নিয়ম বা পদ্ধতি।

প্রিয় পাঠক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আজকের আলোচ্য বিষয় মোবাইলের বিরক্তিকর এসএমএস বন্ধ করার উপায় মোবাইলের বিরক্তিকর এসএমএস গুটিকয়েক লোকের সমস্যা না হলেও বর্তমান যুগে বেশিরভাগ মানুষেরই মূলত এই সমস্যা হয়ে থাকে কেননা যারা শুধু মোবাইলে কথা বলার জন্য ইউজ করে তাদের কাছে এটি সবচাইতে বেশি বিরক্তিকর কারণ অনেক সময় বিভিন্ন প্রকার ের টাকা পর্যন্ত কেটে নেয় এবং মানুষ হয়রান হয় এই এসএমএস বন্ধ করার উপায় খোঁজার জন্য আজকে যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কথা না বাড়িয়ে স্মরণ শুরু করা যাক।মোবাইলে অফার সম্পর্কিত বিভিন্ন এসএমএস আমরা পেয়ে থাকে, হাতেগোনা কয়েকজন মানুষের সমস্যা না হলেও এখন এই এসএমএস গুলো বেশিরভাগ মানুষেরই খুব বেশি সমস্যা করছে।
কারণ এত পরিমান এসএমএস কোম্পানি থেকে আসা শুরু করেছে যা রীতিমতো মানুষকে বিরক্ত করে ফেলছে, তবে এই বিরক্তিকর এসএমএস গুলো থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে।আজকের এই প্রতিবেদনটি আমরা জানবো বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটর কোম্পানিগুলো থেকে যেন প্রমোশনাল এসএমএস আর আসে।
মনে রাখা ভাল এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরে নির্দিষ্ট অপারেটর থেকে আপনাকে শুধুমাত্র অফার কিংবা অপারেটর জাতীয় কোন এসএমএস পাবেন না কিন্তু সরকারি কিংবা পার্সোনাল যদি কেউ আপনাকে এসএমএস করে সেটি অবশ্যই পাবেন।
মোবাইলে বিরক্তিকর এসএমএস বন্ধ গ্রামীনফোনঃ (GP)
যেকোনো গ্রামীণফোনের মোবাইল থেকে ফ্রিতে ডায়াল করুনঃ *121*1101#
মোবাইলেবিরক্তিকর এসএমএস বন্ধ রবিঃ (Robi)
যেকোনো রবি নাম্বার থেকে অথবা এয়ারটেল নাম্বার থেকেও এই কোডটি ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে *7#
মোবাইলে বিরক্তিকর এসএমএস বন্ধ বাংলালিংকঃ (Banglalink)
*121*8*6# ডায়াল করে বন্ধ করুন সকল অফার এসএমএস আসা।
মোবাইলে বিরক্তিকর এসএমএস বন্ধ এয়ারটেলঃ (Airtel)
যেকোনো রবি নাম্বার থেকে অথবা এয়ারটেল নাম্বার থেকেও এই কোডটি ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে *7#
মোবাইলে বিরক্তিকর এসএমএস বন্ধ করবেন যে নিয়মে ইফেক্টঃ
প্রিয় বন্ধুগণ মোবাইলে বিরক্তিকর এসএমএস বন্ধ করলে যে নিয়মে তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই সম্পন্ন প্রতিবেদনটি মনোযোগ সহকারে অরুণ মোবাইলের যাবতীয় বিরক্তি করে এসএমএস বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন তাই সম্পন্ন প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানাচ্ছি।
ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করলে মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শনিবার (২৪ এপ্রিল) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে।
এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করা যায়।
মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।
গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৮*৬#, রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হবে।
পরিশেষেঃ
সম্মানিত পাঠক বন্ধুগণ মোবাইল ফোনের বিরক্তিকর এসএমএস বন্ধ জন্য বেশ কয়েকটি পদ্ধতির রয়েছে তা আমরা উপরে সুন্দরভাবে উপস্থাপন করেছি সম্পূর্ণ প্রতিবেদন নিয়ে মনোযোগ সহকারে পড়ে থাকলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন।উপরোক্ত প্রতিবেদনটিতে মোবাইল ফোনের বিরক্তি করে এসএমএস বন্ধ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং খুঁটিনাটি বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যারা মোবাইলের বিরক্তিকর এসএমএস নিয়ে বিরত হতে হতে অতিষ্ঠ তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আজকের মত খোদা হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।