চিকিৎসা

বাংলাদেশের সেরা ক্যান্সার হসপিটাল এর তালিকা মোবাইল নম্বর ও ঠিকানা।

আসসালামু আলাইকুম infobangla57.com আপনাদের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন প্রিয় পাঠক বন্ধুগণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে।বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল সম্পর্কে তথ্য যারা মূলত বাংলাদেশের ক্যান্সার হাসপাতাল সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতালের তালিকা সম্পর্কে জানতে হলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে সম্পন্ন পড়ুন। ক্যান্সার একটি মারাত্মক রোগ তবে ক্যান্সারে চিকিৎসার জন্য রয়েছে বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল প্রতি বছরেই ক্যান্সার রোগের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেন অতীতে ক্যান্সারের কোন চিকিৎসা না থাকলেও বর্তমানে ক্যান্সারের চিকিৎসা হয়েছে। ওদিকে আনসারের চিকিৎসা না থাকায় অনেক মানুষ মারা যেত কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল তাই এই রোগের চিকিৎসা করা সম্ভব হয় না মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করে অন্য দেশেও যায় কিন্তু এখন বাংলাদেশে উন্নত চিকিৎসা করা সম্ভব প্রযুক্তির মাধ্যমে।

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতা

১.ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালঃ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল এখানে রয়েছে দক্ষ ডাক্তার এবং নার্স এখানে ক্যান্সারের সকল প্রকার সেবা প্রদান করা হয় এবং ক্যান্সার রোগ নিয়ে রিসার্চ করা হয় অর্থাৎ গবেষণা করা হয় সরকারি হাসপাতাল হিসাবে সেবার মান অনেকটাই ভাল জানে না ক্যান্সার রোগের উপর অনেকটাই গুরুত্ব দেওয়া হয় দিল চিকিৎসা খরচ এই হাসপাতালে কম সরকারি হাসপাতাল চিকিৎসা খরচ তো কম হবেই এবং চিকিৎসার মান ভালো।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে

  • ক্যান্সার সনাক্তকরণ (সমস্ত ডায়াগনস্টিক)
  • সার্জারি
  • রেডিওথেরাপি
  • কেমোথেরাপি ইত্যাদি

যোগাযোগ

ঠিকানা: মহাখালী, টিভি গেট রোড, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০২-৯৮৮০০৭৮
ওয়েবসাইট: nicrh.gov.bd

২.বাংলাদেশের আহোসানিয়া মিশন ক্যান্সার হসপিটালঃ

বাংলাদেশের আহোসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল এর সেরা কতগুলো হাসপাতালের মধ্যে একটি হসপিটালে অনেক ভালো অর্থাৎ মানসম্মত ডাক্তার রয়েছেন তারা অনেক গুরুত্ব সহকারে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে 

  • ক্যান্সার সনাক্তকরণ
  • আধুনিক ক্যান্সার চিকিত্সা
  • কেমোথেরাপি
  • অন্যান্য সার্জারি এবং চিকিত্সা

যোগাযোগঃ

ঠিকানা: বাড়ি # 19, রোড # 12, ধানমন্ডি আর / এ, ঢাকা -1209, বাংলাদেশ।
টেলিফোন নাম্বার: (880-2) 9127943
ওয়েবসাইট: www.ahsaniacancer.org.bd

৩.আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল এ এম সি জি এইচঃ

আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল এ এম সি জি এইচ এই হসপিটাল মূলত ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসা করা হয়।

যোগাযোগঃ

ঠিকানা: প্লোট-০৩, ইনভেসমেন্ট ড্রাইভ ওয়ে সেক্টর ১০, উত্তরা মডেল টাউন, ঢাকা – ১২৩০
টেলিফোন নাম্বার: ০২-৫৫০৯২১৯৬
ওয়েবসাইট: amcghbd.org

৪.The ENTএবং হেড-নেক ক্যান্সার হাসপাতাল এবং প্রতিষ্ঠানঃ

ই এন টি এবং হেড নে ক্যান্সার হসপিটাল এবং প্রতিষ্ঠান হসপিটালটিতে ক্যান্সারের চিকিৎসা করা হলো তার পাশাপাশি নাক কান ও গলা এবং মাথাব্যথা এবং ঘাড়ের চিকিৎসা করা হয় মানসম্মত চিকিৎসা করার জন্য এর অবস্থান শীর্ষে পৌঁছে গেছে এবং এখানে চিকিৎসার মানে অনেক ভালো।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছেঃ

  • অপারেশন থিয়েটার কমপ্লেক্স
  • ডায়াগনস্টিক পরিষেবা (ক্যান্সার এবং অন্যান্য)
  • অডিওলজি
  • ক্যান্সারের চিকিৎসা

যোগাযোগঃ

ঠিকানা: ফ্ল্যাট নাম্বার-F, 12 W আগারগাঁও, ঢাকা ১২০৭
টেলিফোন নাম্বার: ০২-৫৮১৫১৬৬০
ওয়েবসাইট: www.entbd.org

৫.ডেল্টা হসপিটাল লিমিটেডঃ

ডেল্টা হসপিটাল লিঃ অনেক ধরনের রোগের চিকিৎসা করা হয় এবং ক্যান্সারের ও চিকিৎসা করা হয় ক্যান্সার রোগের ট্রিটমেন্টের জন্য অন্য যেকোনো হাসপাতালের চেয়ে অনেক খরচ কম এবং চিকিৎসা উন্নত মানের বিশেষ করে যারা গরিব অর্থাৎ কম টাকায় চিকিৎসা করতে পারে তাদের জন্য ডেল্টা হসপিটালে একটি উপযুক্ত হসপিটাল বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতালের তালিকায় শীর্ষে অবস্থান করছে বলে ধারণা করা হয়।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছেঃ

  • ক্যান্সার সনাক্তকরণ এবং পরিচালনা
  • রেডিওথেরাপি
  • কেমোথেরাপি
  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার পরামর্শ

Radiotherapy দেওয়ার জন্য এডভান্স টেকনোলজি ব্যবহার করা হয় যেমনঃ, 

  • 3D CRT linear acceleration machine
  • Cobalt-60 machine
  • Stimulator
  • CT stimulator

যোগাযোগঃ

ঠিকানা: ২ তলওয়ার বাজ ফাস্ট লাইন, ঢাকা
টেলিফোন নাম্বার: ০২-৯০২২৪১০
ওয়েবসাইট: delta-hospital.com

৬.ক্যান্সার হোমঃ

ক্যান্সার হোম হাসপাতালের চিকিৎসা সেবা অনেক উন্নত এবং ভালো ক্যান্সারের জন্য বিশেষভাবে চিকিৎসা করা হয় এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান বা ক্লিনিক বলা যায় প্রাইভেট ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার।

এই হাসপাতালের প্রধান দুটি কাজ হচ্ছেঃ

  • ক্যান্সারের চিকিৎসা
  • ক্যান্সার সচেতনতা

হাসপাতালে যেসব সুবিধা রয়েছেঃ

  • কেমোথেরাপি
  • রেডিওথেরাপি
  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার নির্ণয়

যোগাযোগঃ

ঠিকানা: ৫৩, মহাখালী, অপজিট টিভি গেট ওয়াটার ট্যাঙ্ক, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০২-৯৮৬১১১১
ওয়েবসাইট: cancerhomebd.com

৭. পার্কওয়ে ক্যান্সার সেন্টার ঢাকাঃ

এপার্কওয়ে ক্যান্সার সেন্টার ঢাকা হাসপাতালে ক্যান্সারের বিশেষভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা করা হয় এবং মানসম্মত উচ্চশিক্ষিত ডাক্তার দ্বারা চিকিৎসা করা হচ্ছে এবং অনেক মানুষের উপকৃত হচ্ছে।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছেঃ

  • ক্যান্সার নির্ণয়
  • আধুনিক চিকিত্সা
  • কেমো এবং রেডিওথেরাপি
  • ক্যান্সার সার্জারি

যোগাযোগঃ

ঠিকানা: Suite B3, লেবেল ৪, হাউস ১০, রোড ৫৩, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০১৯৭৭৭৭০৭৭৭
ওয়েবসাইট: www.parkwaycancercentre.com

৮.ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং সুপার স্পেশালিটি সেন্টারঃ

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং সুপার স্পেশালিটি সেন্টার হাসপাতালটি বাংলাদেশের একমাত্র multidisciplinary super-specialty হাসপাতাল। এই হাসপাতালে লেটেস্ট মেডিকেল সার্ভিস প্রদান করা হয়।এখানে রয়েছে, latest medical, surgical, and diagnostic facilities এবং আরো রয়েছে, এক্সপার্ট মেডিকেল প্রফেশনালস আর দক্ষ নার্স।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছেঃ
  • ওপিডি
  • কেমোথেরাপি এবং ডে কেয়ার
  • ডায়াগনস্টিক সেবা
  • রেডিওথেরাপি
  • নিউক্লিয়ার মেডিসিন (পিইটি-সিটি)

যোগাযোগঃ

ঠিকানাঃ ২৬ গ্রীন রোড, ঢাকা ১২০৫
টেলিফোন নাম্বারঃ ০৯৬৬৬৭১০০০১
ওয়েবসাইটঃ labaid.com.bd

৯.স্কয়ার হাসপাতালঃ

স্কয়ার হাসপাতাল বাংলাদেশের সেরা হাসপাতাল গুলোর মধ্যে স্কয়ার হাসপাতাল একটি অর্থাৎ বাংলাদেশের ক্যান্সারের সেরা হাসপাতালের মধ্যে শীর্ষে রয়েছে স্কয়ার হাসপাতাল চিকিৎসক এবং নার্স রয়েছে হাসপাতালটিতে এখানে রয়েছে অত্যাধুনিক চিকিৎসার সারজন এবং উন্নত আধুনিক যন্ত্রপাতি উন্নত পদ্ধতিতে চিকিৎসা করার সুযোগ।এই হাসপাতালের সুযোগ সুবিধা অনেক এবং চিকিৎসার মান অনেক ভালো। কিন্তু চিকিৎসা খরচ তুলনামূলকভাবে বেশি অন্য হাসপাতালগুলো থেকে।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছেঃ
  • আধুনিক প্রযুক্তির সাথে ক্যান্সার সনাক্তকরণ
  • কেমোথেরাপি
  • রেডিওথেরাপি
  • ডে কেয়ার পরিষেবা

যোগাযোগঃ

ঠিকানা: ১৮/F, বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পান্থপথ, ঢাকা ১২০৫
টেলিফোন নাম্বার: 10616
ওয়েবসাইট: www.squarehospital.com

১০. ঢাকা ক্যান্সার ও জেনারেল হাসপাতালঃ

ঢাকা ক্যান্সার ও জেনারেল হাসপাতালটি তে রয়েছি ক্যান্সারে চিকিৎসার সুযোগ সুবিধা এবং আধুনিক পদ্ধতিতে যন্ত্রপাতির মাধ্যমে সকল রোগের চিকিৎসা করা হয় এবং মানসম্মত এবং দক্ষ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ক্ষমতা রয়েছে।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছেঃ
  • কেমোথেরাপি
  • ক্যান্সার সার্জারি
  • ক্যান্সার নির্ণয়
  • টিউমার নির্ণয় এবং চিকিত্সা
  • ডে-কেয়ার

যোগাযোগঃ

ঠিকানা: সাত মসজিদ রোড, ঢাকা ১২০৯
টেলিফোন নাম্বারঃ ০১৭৯৭৬১৯৯৫৯
ওয়েবসাইটঃ dhakacancer.com

বি.দ্র: উল্লেখিত হাসপাতালগুলোর সাথে আমাদের কোন যোগাযোগ নেই এবং আমরা এই ঠিকানা গুলো ইন্টারনেট থেকে জোগাড় করেছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *