সিমেন্ট

আশা সিমেন্ট সম্পর্কিত তথ্য

আসসালামু আলাইকুম infobangla57.com আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলের সুস্থ আছেন ভালো আছেন। আজকের পোস্টটি তৈরি করা হয়েছে।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা সিমেন্ট নিয়ে বিস্তারিত তথ্য সিমেন্টের দাম এবং টেকনোলজি ব্র্যান্ড ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের এই প্রতিবেদনটিতে তাই যারা আশা সিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে সম্পন্ন প্রতিবেদনটি পড়ার আহ্বান জানিয়ে শুরু করছি আশা সিমেন্ট সংক্রান্ত খুঁটিনাটি বিষয় এবং তথ্য নিচে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

আশা সিমেন্ট এর ব্র্যান্ড সম্পর্কিত তথ্যঃ

কোন ছবির বিবরণ উপলব্ধ.

সম্মানিত বন্ধুগণ আশা সিমেন্ট বাংলাদেশি ব্রান্ড যা আমেরিকান ইউরোপিয়ান ও জাপানিজ স্ট্যান্ডার্ড এ কম্প সিট স্ট্রেট মানসম্মত একটি সিমেন্ট যার কোয়ালিটি খুবই ভালো বাংলাদেশি ব্রান্ডে এই প্রথম আশা সিমেন্ট যারা এই আশা সিমেন্ট এর প্রতি আগ্রহী তারা এটি কিনে যেকোনো নির্মাণ কাজ শুরু করতে পারে ন।

সিমেন্ট এর দাম ২০২৪

বাংলাদেশে সিমেন্টের ধরন ও কোয়ালিটি অনুযায়ী সিমেন্টের দামের তারতম্য দেখা যায়। সিমেন্ট বাংলাদেশে প্রতি ব্যাগ হিসাবে বিক্রি হয় এবং ১ ব্যাগ সিমেন্টে ৫০ কেজি থাকে যার দাম প্রায় ৪৮৫ টাকা। আবার, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টগুলো প্রতি বস্তা ৫০০ থেকে ৭০০ টাকায় পাওয়া যায়। হোয়াইট পোর্টল্যান্ড সিমেন্ট প্রতি বস্তা ৯৯০ টাকা থেকে ১,০৫০ টাকা পর্যন্ত পাওয়া যায়।

বাংলাদেশের সেরা সিমেন্ট এর মূল্য তালিকা August, 2024

প্রিয় বন্ধুগণ বাংলাদেশের সেরা সিমেন্ট সমূহের তালিকা এবং বাংলাদেশের জনপ্রিয় কিছু সেমেন্ট এর দাম এবং তথ্য নিচে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।August, 2024-এর বাংলাদেশের সেরা সিমেন্ট এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের সিমেন্ট ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা সিমেন্ট এর তালিকা তৈরি করা হয়েছে।

সিমেন্ট মডেল বাংলাদেশে দাম
Scan Cement ৳ ৫৩০
Holcim Water Protect Cement ৳ ৬৫০
Scan Multi Purpose Cement ৳ ৫১৫
Bengal Cement ৳ ৪৮০
Eastern Cement ৳ ৪৮৫
Supercrete Cement ৳ ৫১০
Montania Tiger White Portland Cement ৳ ১,২০০
Aman Advance Cement ৳ ৪৯০
Premier Cement ৳ ৪৮৫
Seven Ring Cement ৳ ৫১০

সিমেন্টের ব্যাগের ওজন কত?

প্রিয় বন্ধুগণ বাংলাদেশের সিমেন্টের ওজন সমূহ হচ্ছে ৫০ কেজি তাই আশা সিমেন্টেও ৫০ কেজি ওজনের দোয়া দেওয়া হয় তাই বাংলাদেশের প্রতিটি সিমেন্টের ব্যাগে মূলত ৫০ কেজি করে সিমেন্ট থাকে সেটা আমরা সকলেই জানি।বাংলাদেশী বাজারে যে সকল সিমেন্ট পাওয়া যায় সে সকল সিমেন্টের বস্তার ওজন ৫০ কেজি হয়ে থাকে। সিমেন্টের বস্তা গুলো ৫০ কেজি ওজনের হওয়ায় বহন করতে সুবিধা হয়।

ভালো সিমেন্ট চেনার উপায় কি?

সম্মানিত বন্ধুগণ আমাদের বাড়ি বা দালানকোটা নির্মাণ করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানতে হবে আগে ভালো সিমেন্ট কোনটি এবং ভালো সিমের সিমেন্ট চেনার উপায় কি তাই ভালো সিমেন্ট চেনার কয়েকটি কারণ এবং উপায় সম্পর্কে নিজে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন।

  • ভালো সিমেন্ট গুলো দুই আঙ্গুলের মাঝে নিয়ে ঘর্ষণ করলে মসৃণ লাগে।
  • ভালো সিমেন্টের বস্তায় সরাসরি হাত ঢুকালে থান্ডা অনুভব হয়।
  • এক মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে অল্প পরিমাণ পানি ঢাললে তা গরম হলে বুঝতে হবে ভালো সিমেন্ট।
  • সিমেন্ট হাতে নিলে অনেক সময় দেখা যায় ছোট ছোট জমাট বাধা পাথরের মত টুকরো এবং যদি এই টুকরো গুলো আঙ্গুলের চাপে ভাঙ্গা না যায় তাহলে সিমেন্টি কংক্রিটিং কাজের জন্য কেনা যাবে না।
  • সিমেন্টের ব্যগগুলো বায়ুরোধক কিনা তা যাচাই করে নিতে হবে। যদি সিমেন্টের ব্যগ বায়ুরোধক না হয় তাহলে অধিক সময় গুদামজাত করে রাখার ফলে সিমেন্টের গুনগত মান নষ্ট হতে পারে।

পরিশেষেঃ

প্রিয় বন্ধুগণ আশা করি উপযুক্ত প্রতিবেদনটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ার পর আসার সিমেন্ট সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিত জানতে পেরেছেন তাই সম্পন্ন প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *