আইফোনকে টেক্কা দিতে এলো পিক্সেল ৯ এ

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় ।আইফোনকে টেক্কা দিতে এল পিক্সেল নাইন এ পিক্সেল ৯ এ এর সকল তথ্য নিচে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে পিক্সেল নাইন এ মোবাইল ফোন সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো এবং এর পারফরম্যান্স থেকে শুরু করে রেম রুম ইত্যাদি সকল বিষয়ে সকল পার্টসের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনটিতে। যারা পিক দেন নাইন এ ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানিয়ে শুরু করছি।

পিক্সেল ৯ এ ফোন সম্পর্কিত তথ্যঃ
বৈশ্বিক বাজারে পিক্সেল ৯ সিরিজের সর্বশেষ সংস্করণ ‘পিক্সেল ৯এ’ উন্মোচন করল গুগল। এই সিরিজের সবচেয়ে কম দামের মডেল হলো এটি। দাম কম হলেও এতে টেনসর জি৪ চিপসেট রয়েছে, যা এই সিরিজের দামি মডেলগুলোয় ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এই মডেলে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এমনকি ফোনটি সাত বছর ধরে অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট পাবে। প্রযুক্তি বিশ্লেষকের মতে, বাজেট আইফোন ১৬ই এর সঙ্গে তীব্র প্রতিযোগিতা করবে পিক্সেল ৯এ ফোনটি।
এতে ৫ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফলে একবার চার্জে ফোনটি ৩০ ঘণ্টারও বেশি চলবে দাবি করছে গুগল। পিক্সেল ৯এ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনের নিরাপত্তার জন্য বিশেষ ফিচারগুলো হলোÑ সিকিউরিটি পিভিএন, অ্যান্টি-ম্যালওয়্যার, অ্যান্টি-ফিশিং, স্প্যাম প্রটেকশন। আর ছবি তোলার জন্য যেসব ফিচার রয়েছে তা হলোÑ ফেস আনব্লার, নাইট সাইট, অ্যাস্ট্রোফোটোগ্রাফি, ম্যাজিক এডিটর, ফটো আনব্লার, ভিডিও স্টেবিলাইজেশন। গুগল পিক্সেল ৯এ-এর দাম শুরু ৪৯৯ ডলার বা প্রায় ৬০ হাজার ৬৪৪ টাকা থেকে। মডেলটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলোÑ আইরিস (হালকা বেগুনি), পিওনি (গোলাপি), পোর্সেলিন (সাদা), অবসিডিয়ান (কালো)।
পিক্সেল ৯এ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা : ৪৮ মেগাপিক্সেল (প্রধান) + ১৩ মেগাপিক্সেল (আলট্রাওয়াইড)। সেলফি ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল। নেটওয়ার্ক : ৫জি + সাব ৬ গিগাহার্জ। আয়তন : ৬ দশমিক ১ ইঞ্চি (উচ্চতা) দ্ধ ২ দশমিক ৯ ইঞ্চি (প্রস্থ) দ্ধ দশমিক ৪ ইঞ্চি (গভীরতা)। ওজন : ৬ দশমিক ৬ আউন্স। সিম : ডুয়েল সিম (একটি ন্যানো সিম এবং ইসিম)। ডিসপ্লে : ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যাকচুয়া ডিসপ্লে। রিফ্রেশ রেট : ৬০-১২০ হার্টজ। ডিসপ্লে সাইজ : ৬ দশমিক ৩ ইঞ্চি পোলেড ডিসপ্লে। রেজল্যুশন : ১০৮০ ী ২৪২৪ পিক্সেল।
ব্রাইটনেস : ১৮০০ নিট (এইচডিআর), ২৭০০ নিট (পিক ব্রাইটনেস)
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১৫। চিপসেট : গুগল টেনসর জি৪। র্যাম : ৮ জিবি। ইন্টারনাল স্টোরেজ : ১২৮ জিবি/ ২৫৬ জিবি। স্পিকার : স্টেরিও স্পিকার। ব্লুটুথ : ব্লুটুথ ভি৫ দশমিক ৩। এনএফসি : আছে। জিপিএস : ডুয়েল ব্যান্ড জিএনএসএস (জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও)।
ইনফারেড পোর্ট : নেই। রেডিও : নেই। ইউএসবি : ইউএসবি টাইপ-সি ৩ দশমিক ২। ব্যাটারি : ৫১০০ এমএএইচ। চার্জিং : ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং (কিউআই-সার্টিফাইড)।
পরিশেষেঃ
সম্মানিত পাঠক বন্ধুগণ উপরোক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে থাকলে আপনি pixel 9a ফোন সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং খুঁটিনাটি বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ফোনটির তথ্য শোনার পর যদি পছন্দ হয়ে থাকে এবং উপরে পিকচার দেওয়া আছে পিকচার দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিনতে পারেন সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।